বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

ফানাম নিউজ
  ০৩ মে ২০২২, ১১:১০

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকালে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টা থেকে ওই নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালবৈশাখীর আভাস দেখা দেখা যায়। পরে সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়