ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিরাজগঞ্জে মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১০ মে) সকাল ৯টা পর্যন্ত জেলায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
কখনো মুষলধারে, কখনো মাঝারি আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।
রিকশা চালক হাফিজুল বলেন, ‘স্ত্রী ও তিন সন্তান মিলে পাঁচজনের সংসার। বর্তমানে জিনিসপত্রের দাম হিসেবে সংসারের খরচটাও কম না। তাই ভোরে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে কোনো যাত্রী না পেয়ে দুশ্চিন্তায় পড়েছি। আবার শুনছি কয়েকদিন নাকি বৃষ্টি থাকবে। তাহলে তো স্ত্রী সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে।’
কৃষিশ্রমিক সোহরাব আলী বলেন, ‘সকালে ধান কাটার কাজের জন্য বেরিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১০ মে) সকাল ৯টায় সিরাজগঞ্জে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় তাপমাত্রা রেকর্ড হয় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত অশনির কারণে বৃষ্টি হচ্ছে। এটি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সূত্র: জাগো নিউজ