আখক্ষেত থেকে নিখোঁজ ইজিবাইকচালকের লাশ উদ্ধার

ফানাম নিউজ
  ১৬ মে ২০২২, ১৩:২১

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর লালপুরে ঘাটচিলান এলাকা থেকে খোরশেদ আলম মিলন (৩৫) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টায় ওই গ্রামের একটি আখক্ষেতের ভেতরে থেকে তার কাদামাখা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার একটি হত্যা মামলা করা হয়েছে। 

নিহত মিলন বড়াইগ্রাম উপজেলা বনপাড়া পৌর শহরের মহিষভাঙা গ্রামের ফখরুল আলমের ছেলে। 

খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী, বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিলন ভাড়া মারার উদ্দেশ্যে ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এর পর সারারাত তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার চাঁদপুর-কদিমচিলান সড়কের ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পান স্থানীয়রা। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখক্ষেতের ভেতর তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। 

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী জানান, ইজিবাইকচালক শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন, তার পরিবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানাকে অবহিত করলে আমরা রোববার থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু সন্ধ্যায় তার লাশ পাওয়া গেছে। নিহতের লাশ মর্গে পাঠানোসহ মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড, আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়