দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

ফানাম নিউজ
  ১৭ মে ২০২২, ১২:০২

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মে) ভোর ৬টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থানা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম লিটন (৫০)। তিনি যশোর জেলার কোতোয়ালি উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী প্যাকেটজাত পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়