নরসিংদীতে ‘শালীন পোশাক’ পরেনি অজুহাত দিয়ে এক তরুণীকে শ্লীলতাহানি করার ঘটনায় ইসমাইল নামে এক বখাটেকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে পুরো বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে সরকারের একাধিক দপ্তর। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেলে নরসিংদী স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত বখাটে ও উচ্ছৃঙ্খল নারীকে গ্রেপ্তার করতে সিসিটিভি’র ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এর আগে, ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে এসেছিলেন দুই তরুণ ও এক তরুণী। গত বুধবার সকালে নরসিংদী রেল স্টেশনের ১নং প্লাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। তাদের পরনে ছিল পশ্চিমা পোশাক। এক তরুণের হাতে ছিল ট্যাটুও। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী বাজে ও নোংরা কথা বলা শুরু করেন। তরুণীর হয়ে তার দুই বন্ধু প্রতিবাদ করলে একপর্যায়ে ওই নারী ইচ্ছে করেই ঝগড়ায় জড়ান।
এ সময় রেল স্টেশনের কিছু বখাটে লোকজন হঠাৎ করে ছুটে এসে ওই তরুণ-তরুণীদের এলোপাতাড়ি মারতে শুরু করে এবং ওই তরুণীর শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় ঘটনাটির সুরাহা হয়। তারা ঢাকা যাবেন জানালে পুলিশের সহযোগিতায় তাদের ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। তারা চট্টগ্রাম মেইলের যাত্রী ছিলেন। ট্রেন চলে আসায় তাদের নাম-ঠিকানা নেওয়া সম্ভব হয়নি।
স্টেশন মাস্টার এটি এম মুছা জানান, তরুণীকে শ্লীলতাহানি করার ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবং সিসিটিভির ফুটেজ দেখে বখাটে ও উচ্ছৃঙ্খল নারীর বিষয়ে তদন্ত করছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাসার বলেন, তরুণীকে শ্লীলতাহানি করার ঘটনায় জিআরপি পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তদন্ত করছে। এরই ধারাবাহিকতায় থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ইসমাইল নামে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: দেশ রূপান্তর