কুয়াকাটায় প্রথমবারের মতো ধরা পড়ল সবুজ কচ্ছপ

ফানাম নিউজ
  ২২ মে ২০২২, ১০:২৯

সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সৈকতের সানরাইজ পয়েন্টে ভেসে এসেছে জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় বিরল গ্রিন সি টার্টেল প্রজাতির (সামুদ্রিক সবুজ কচ্ছপ)। ৪০ কেজি ওজনের কচ্ছপটিকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

গতকাল জোয়ার শেষে সৈকতে কচ্ছপটি বালুচরে আটকে পড়ে। খবর পেয়ে ব্লু-গার্ড সদস্যরা জালে পেঁচানো অবস্থায় কচ্ছপটি জীবিত উদ্ধার করে।

ব্লু-গার্ড সদস্য পান্না মিয়া ও পনু হাওলাদার বলেন, মোটা সবুজ ও বড় ফাঁসের জালে এটি প্যাঁচানো ছিল। এসব জাল সাধারণত গভীর সমুদ্রে ফিশিং ট্রলিতে ব্যবহার করা হয়। অনেক সময় ধরে জালে প্যাঁচানো থাকায় কচ্ছপটির পেটের নিচের অংশ, পাখা ও পায়ে কিছুটা ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটি সাগরে অবমুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস-এর ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কলাপাড়ায় এবারই প্রথম জীবিত গ্রিন সি টার্টেল ধরা পড়েছে। দুইদিন আগে রাবনাবাদ চ্যানেলে আরো একটি ৩৫ কেজি ওজনের ঐ প্রজাতির মৃত কচ্ছপ ভেসে এসেছিল।

গবেষকরা আরো জানিয়েছেন, এ প্রজাতির কচ্ছপ ১০০ বছর পর্যন্ত বাঁচে। ২৫ বছর বয়স হতে প্রতি ২-৪ বছর পর পর এ কচ্ছপ ডিম পাড়ে। এরা অন্য কচ্ছপের চেয়ে বেশি সময় ধরে পানির নিচে থাকে। এদের খোলস সবুজ বর্ণের অশ্রু বিন্দুর মতো দাগ থাকে এবং পাঁচ ফুট পর্যন্ত দৈর্ঘ্য এবং ৩০০ কেজি পর্যন্ত ওজনের হয়। গভীর সমুদ্রে অবাধে ফিশিং ট্রলার মাছ শিকার করায় ঐ জালে এ কচ্ছপ ধরা পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি রক্ষায় সর্বস্তরের মানুষের সচেতন হওয়া খুবই জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়