সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গত রাত ২টার দিকে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে চিকিৎসাধীন আরও একজন মারা যান।
তবে তাৎক্ষণিক এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
সূত্র: জাগো নিউজ