বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

ফানাম নিউজ
  ২৭ মে ২০২২, ১৭:১৯

তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে শুক্রবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় আকস্মিক তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের তোড়ে নৌপথের টার্নিং পয়েন্ট থেকে মার্কিং বয়া ভেসে গেছে। এ কারণে ফেরি চলাচলে দিকনির্ণয় করতে সমস্যা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে। ফলে তীব্র স্রোতে যেকোনো দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এই নৌপথ আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরি চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়