মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে জহির মিয়ার (২৮) শাবলের (খুন্তি) আঘাতে বাবা আব্দুল গফুরের (৬০) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মা হাসতন নেছা (৪৬)। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ছেলে জহির মিয়া তার বাবা ও মাকে শাবল (খুন্তি) দিয়ে আঘাত করলে বাবা আব্দুল গফুরের মাথায় লেগে মাথা ফেটে যায় ও মা গুরুতর আহত হন। তখন তাদের ছেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করলে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাবার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: দেশ রূপান্তর