বগুড়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফানাম নিউজ
  ০৩ জুন ২০২২, ১৫:২০

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সোনাতলা পৌর এলাকার লাহীরিপাড়া মাঠের একটি ডোবায় কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, ডোবার চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে লোকজন সেখানে মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে পুলিশ লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যা করে ডোবার কচুরিপানায় ফেলে রাখা হয়। নিহতের পরনে গেঞ্জি এবং জিন্সের প্যান্ট ছিল। মরদেহে পচন ধরায় কোন আঘাতের চিহ্ন বোঝা যায়নি। লাশের পরিচয় নিশ্চিত করাসহ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়