‘ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার হবে’

ফানাম নিউজ
  ০৩ জুন ২০২২, ১৬:০৫

প্রতি বছর বাজেটের একটি বড় অংশ এ দেশের কৃষকদের জন্য খরচ করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ২ শতাংশ সুদে কৃষকেরা ঋণ পাবে।

ঈশ্বরদীতে কৃষি প্রসেসিং জোন এবং লিচু সংরক্ষণাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঈশ্বরদীতে শুক্রবার (৩ জুন) দুপুরে দুই দিনব্যাপী আয়োজিত লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি কাজে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য একাধিক পদকের ব্যবস্থা করেছেন তিনি।
 
ঈশ্বরদীর অর্থনৈতিক উন্নয়নের জন্যই চলতি বছরের মধ্যেই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে বলেও ঘোষণা দেন হানিফ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপির আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি কোনদিনই পূরণ হবে না। বিএনপির মানুষ পোড়ানোর রাজনীতি এদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির গায়ে জ্বালা ধরেছে। এ জন্য তারা আবোল-তাবোল বকছে। দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপি বর্তমান সরকারের দুর্নীতি খুঁজে বেড়াচ্ছে।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে ঈশ্বরদীর সুগারক্রপ্ট গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত লিচু মেলায় সভাপতিত্ব করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, আ ক ম সারওয়ার জাহান বাদশা এমপি, বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র মো. ইসাহক আলী মালিথা, সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌর সভার মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক নেতা মুরাদ আলী মালিথা। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন হানিফ।

২ জুন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে এ লিচু মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়