মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে স্বামীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা লক্ষ্মীপুর গ্রামের অজুফা বেগম (৬০) ও তার স্বামী মোঃ জিন্নত আলী (৬৮)। এ দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত অজুফা বেগম গতকাল শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। পরদিন আজ রবিবার (৫ জুন) সকাল ৯টায় তার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করে লোকজন বাড়িতে গিয়ে দেখেন স্বামী মোঃ জিন্নত আলীও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
স্বজনরা জানান, শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তিনি স্ত্রীর জানাজায় অংগ্রহণ করেননি। তারা ধারণা করছেন, হয়তো স্ত্রীর মৃত্যুর শোকে হার্ট অ্যার্টাকে তিনি মারা গেছেন। তার লাশ রবিবার বাদ জোহর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মৃত দম্পতির পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।
সূত্র: দেশ রূপান্তর