নেত্রকোণা জেলার মদন উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ অ্যালামনাই ফোরাম।
উপজেলার প্রত্যন্ত এলাকার শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছয়টি গ্রামের বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ফোরামের প্রেসিডিয়াম মেম্বার ও ত্রাণ উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল অদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবাইদুর রহমান সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শওকত জামিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিটর ওয়ারেস আলী, ফোরামের প্রচার সম্পাদক নজরুল ইসলাম পলাশ, শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খানম ও শিবাশ্রম সমাজকল্যাণ সংঘের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
ত্রাণ হিসেবে চাল, ডাল, মুড়ি, আলু, লবণ, সাবান প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বন্যার্ত তিন শতাধিক পরিবারের হাতে তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।
সূত্র: বিডি-প্রতিদিন