মাস্ক না পরায় জরিমানা

ফানাম নিউজ
  ৩০ জুন ২০২২, ১৩:০০

নেত্রকোনার কলমাকান্দায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। 

এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার বেড়ে গেছে। সরকার তাই ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অযুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় মাস্ক না পরায় চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেছেন, সারাদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়