ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাত ২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লুৎফর রহমান (৫০) ও যশোরের চাঁচড়া এলাকার ওহিদুর রহমান (৪০)। নিহতরা দুজনই মাছের ব্যবসায়ী বলে জানা গেছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় একটি ১০ চাকার বালুবোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। রাত ২টার দিকে যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে।
এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শেখ মেজবাহ বলেন, কতজন পিকআপটিতে ছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পিকআপের ড্রাইভার পালিয়ে গেছেন।
সূত্র: যুগান্তর