মেহেরপুরে পুলিশ সদস্য আলাউদ্দিন খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। একই সঙ্গে মাদক মামলায় ওই চারজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া জেলার বলিদাপাড়া গ্রামের তাহাজ্জত হোসেন, আনিছ, শাকিল হোসেন ও রুবেল হোসেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী শহীদুল হক জানান, এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদক মামলায় অপর দুই আসামি সিদ্দিক ও আতিয়ারকে বেকসুর খালাস প্রদান করা হয়।