গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২) ও একই উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০)।
আহত ব্যক্তিরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)।
জানা গেছে, আজ শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে পেছন দিক থেকে ভ্যানে চাপা দেয়। এ সময় ভ্যানচালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়েছে। পরে আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। এ সময় ভ্যানটি বাসের নিচে আটকে যাওয়ায় চালানো অসম্ভব হয় না। পরে বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।