পটুয়াখালীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন

ফানাম নিউজ
  ০৭ অক্টোবর ২০২১, ১২:০৪

পটুয়াখালী শহরে নিউ মার্কেটে ভয়াবহ আগুনে অন্তত ৮০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে নিউ মার্কেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে নিউ মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয়। 

এতে মুদি-মনোহরী, হার্ডওয়ার, ক্রোকারিজ, স্টেশনারিসহ বিভিন্ন পণ্যের দোকান, চালের আড়ৎ এবং অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠানসহ ৮০ দোকার পুড়ে ছাই হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়