সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বালুভর্তি ট্রাকের চাপায় আবুল কালাম (৪৫) নামের এক আখ ব্যবসায়ী মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থলে উপস্থিত এসআই আয়েন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম আখ তুলতে দেবহাটার সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে আসেন। বাড়ি থেকে সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পিছন দিক থেকে দেবহাটায় বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুরের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ২৮ মে নিহত আবুল কালামের ভাই আব্দুল লতিফ মৎস্য ঘেরে বজ্রপাতে মারা যায়। কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের ২ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, আজ সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ এখনও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেবে।