মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানে টিলা ধসে ৪ নারী চা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হিরা বুমেজ (৩৩), রিনা বুমেজ (২২) রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা। তিনি বলেন, আজ সকালে ৪ নারী টিলা থেকে ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। এসময় টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় ধসে পড়ে। সে সময় মাটি চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।