বেগমগঞ্জে খাদ্য গুদামের কর্মকর্তাকে মারধর, থানায় মামলা

ফানাম নিউজ
  ০৭ অক্টোবর ২০২১, ২৩:৪৮

নোয়াখালীর বেগমগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. ইসমাইল হোসেনকে মারধর ও তার অফিসকক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে এক মিল মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার (৬ অক্টোবর) রাতে বেগমগঞ্জের বাংলা বাজারের মেসার্স ক্রিসেন্ট অটো রাইচ মিলের মালিক মহিন উদ্দিনের (৪৬) বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ৫ অক্টোবর দুপুর দেড়টায় ওসি-এলএসডি মো. ইসমাইল হোসেনের অফিসে যান মিল মালিক মহিন উদ্দিন। চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহের মেয়াদ শেষ হওয়ার পরও তার রাইচ মিল থেকে ২২ টন চাল সরকারি খাদ্য গুদামে গ্রহণ করতে চাপ দেন।

এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানান ইসমাইল হোসেন। মহিন উদ্দিন রেগে গিয়ে তাকে মারধর করে জখম করেন এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে মহিন উদ্দিন পালিয়ে যান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত মহিন উদ্দিনের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়