কুড়িগ্রামে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা বোর্ডে এক বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ সময় সাত দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে তদন্ত কমিটির প্রধান। কমিটির বাকি সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখার উপপরিদর্শক আকতারুজ্জামান।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হবে।