মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

ফানাম নিউজ
  ১৮ অক্টোবর ২০২২, ০০:৫৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এর আগে বিকেলে মুন্সিগঞ্জ সদরের আধার ইউনিয়নের শোলারচর ও বকুলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনির স্থানীয় বকুলতলা এলাকার মোতালেব মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেন ও গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি হোসেন সরকার গ্রুপের বিরোধ চলছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকেলে শোলারচর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে দু’পক্ষ। সংঘর্ষ ছড়িয়ে পরে পাশের বকুলতলা এলাকায়ও। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ। এসময় আব্দুল হক মোল্লা ও সুরুজ গ্রুপের লোকজন গুলি চালালে পথচারী মনির হোসেন মোল্লাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ  হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এরমধ্যে রাতে মারা যান মনির হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্না করতে করতে নিহতের স্ত্রী মঞ্জু বেগম বলেন, আমার স্বামী আসরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। এসময় দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যান তিন। আমার স্বামী প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটতে পারেন না। ফলে তিনি গুলিবিদ্ধ হন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একজনের চোখে গুলির আঘাত লেগেছে। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ও অপর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, ঢাকা মেডিকেলে একজনের মৃত্যুর কথা শুনেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়