বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করেছে বলে স্থানীয়রা জানিেয়েছেন।
স্থানীয়রা বলছেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরে আলম তানু বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।
এ হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাগেরহাট জেলা পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিএনপি নেতা তানু ভূঁইয়াকে পূর্ব শত্রুতার জেরে গুলি করে হত্যা করেছেন ফরিদ নামের এক ব্যক্তি। এছাড়া এই ফরিদের নামে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ফরিদকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।