গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে মধুমতী নদীর দুপাশে নৌকাবাইচ দেখতে ভিড় করে মানুষ।
নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ৪০ নৌকা অংশ নেন। এরমধ্যে দৃষ্টিকাড়ে নারীদের নৌকা।
নানা রঙে সজ্জিত হয়ে এসব নৌকা তুমুল প্রতিযোগিতা শুরু করে। পাটগাতী সেতু থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কয়েক রাউন্ডে চলে এ প্রতিযোগিতা। বাদ্যের তালে জারি-সারি গান গেয়ে প্রতিযোগিতা শেষ হয়।
নৌকাবাইচ পাশের গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর, নড়াইলসহ বিভিন্ন জেলার কয়েক হাজার দর্শনার্থী নদীর পাড়ে হাজির হন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।