গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফানাম নিউজ
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৪

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কের পোড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (৩২) ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং অপর নিহত ওয়াহেদ আলী (৭০) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে ফুলছড়ি হাটের দিকে যাচ্ছিলেন। এসময় পোড়াগ্রাম এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়