রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

ফানাম নিউজ
  ০৪ এপ্রিল ২০২৩, ২১:৫২

গাজীপুরের কাপাসিয়ার সূর্য নারায়ণপুর এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. ডালিম ও তার শিশুকন্যা তানিশা (৪)।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ডালিমের শ্বাশুড়ি লাইলি বেগম বলেন, আজ সকালে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য আমার মেয়ে ও মেয়ে জামাই দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়। পথে সূর্য নারায়ণপুরে শিশু তানিশাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিল ডালিম। এসময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমার জামাই ডালিম মারা যায়। নাতিকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ডালিমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। কাপাসিয়ার সূর্য নারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। একটি বেকারিতে চাকরি করতেন ডালিম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়