জুমার নামাজে কাতারে দাঁড়ানো নিয়ে তর্ক, কিল-ঘুসিতে নিহত ১

ফানাম নিউজ
  ০৬ মে ২০২৩, ০৯:১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।

নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়