টাঙ্গাইলে ঘর থেকে মাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার

ফানাম নিউজ
  ০৭ মে ২০২৩, ০২:২৩

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তার দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক বলেন, প্রতিবেশীরা জানালা দিয়ে মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মুশফিক ও মাশরাফির মরদেহ বিছানার ওপর পরে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামী পলাতক আছেন। তাকে খুঁজে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়