কুমিল্লার রানা হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

ফানাম নিউজ
  ১৯ জুন ২০২৩, ০২:৩২

কুমিল্লার শহরতলীতে মাদরাসাছাত্র রানা হত্যাকাণ্ডের সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- জুয়েল, শুভ, কাজল, সিপন, মোর্শেদ, আলা উদ্দন ও রিপন। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. জাকির হোসেন জানান, ২০১৬ সালের ৪ মে কুমিল্লা শহরতলীর সাতোরা চম্পক নগরের উত্তরণ হাউজিং সোসাইটি এলাকায় খুন হন রানা খান (২০) নামের এক মাদরাসাছাত্র। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানির শেষে রবিবার দুপুর সাড়ে ১২টা দিকে আদালত সাত আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়