ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা।
বুধবার (২৮ জুন) ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
মাঝে যানজট কিছুটা কমে আসলেও গুড়িগুড়ি বৃষ্টি, বেপরোয়া গতিতে যানচলাচল করাসহ দফায় দফায় টোল বন্ধ থাকার ফের যানজটের সৃষ্টি হয়।
এর প্রভাবে এখনো সড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে হাতিয়া, সল্লা, এলেঙ্গা, রাবনা, ভাতকুড়া পর্যন্ত থেমে থেমে যানজট বাধছে। তবে যানচলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।বুধবার সরেজমিন ভাতকুড়া, আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস ঘুরে এ চিত্র দেখা গেছে। জানা যায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর একটি পিকআপভ্যান বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার ওপরে সময় লাগে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এর ফলে মহাসড়কে যানজট শুরু হয়।
এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। বেপরোয়া যানবাহন, পথে পথে গাড়ি বিকল হওয়ার কারণে এখন নানাস্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে বলে তথ্য পাচ্ছি। তবে যানচলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন গাড়ির টান শুরু হয়েছে, আশা করছি দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।