মৌমাছির বিষাক্ত হুলে মারা গেছে মারিয়া আক্তার (২) নামে এক শিশু। শুক্রবার (৭ জুলাই) ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার বাউর খুমা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। মারিয়া আক্তার সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে তারা মা-মেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মৌমাছি মারিয়ার শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। শুক্রবার সকালে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সে বাড়িতেই মারা যায়। তার মুখ, হাত ও পায়ের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা গেছে।
পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রবাসী আলমগীরের মেয়ে মৌমাছির বিষাক্ত হুলে মারা গেছে। ঘটনার পরপরই তিনি ওই বাড়িতে ছুটে যান। শুক্রবার বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd