কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

ফানাম নিউজ
  ২৭ জুলাই ২০২৩, ০২:০৫

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটাপড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মায়ের বয়স (৪০) ও মেয়ের বয়স (২)। জানা গেছে, তিনি বিজয়পুর বাজার এলাকায় র্দীঘদিন ধরে ভিক্ষা করে আসছেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, নিহত মা তার দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন।বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মরদেহ দুইটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়