রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে জুনি চাকমা (৭) নামের আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
এর আগে সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় কাওলা ত্রিপুরা (৪০), বঙ্গলতলী ইউনিয়নে রাহুল বড়ুয়া (১০) ও বাঘাইছড়ি পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জুয়েল (৭) নামের তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বন্যার পানিতে একসঙ্গে এত মৃত্যু খুবই বেদনার।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd