নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

ফানাম নিউজ
  ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০৪

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর সড়কের আবদুল মন্নান সুয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরওয়াফদা ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী শিল্পি আক্তার (৩২) ও তার মেয়ে শারমিন আক্তার (৩)। তারা চেয়ারম্যানঘাট থেকে আবদুল্যাহ মিয়ারহাট এলাকার বাড়িতে যাচ্ছিলেন।

অপরদিকে আহত অটোরিকশার চালক ফারুক (৩০) ও যাত্রী আবদুল্লাকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দুজন পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাতিয়া বাজার থেকে সোনাপুর সড়কে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়