নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ওই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে মো. শহীদ মিয়া (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষক শহীদ মিয়া হাওরে মরিচ তুলতে গেলে হঠাৎ বৃষ্টি ও বাতাস শুরু হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই শহীদ মিয়া মারা যান।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।