বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক আরও তিন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে ৫৭ কেএনএফ সদস্যসহ ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বমের স্ত্রীকে রুমা থেকে লালমনিরহাটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেনের আদালত তাদের কারাগারে পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- রুমা সদর ইউনিয়নের ইডেনপাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭) ও লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।
আদালত পুলিশের পরিদর্শক একে ফজলু হক জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা জানান, কেএনএফের প্রধান নাথান বমের স্ত্রীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, এ ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় যৌথ অভিযানে আজ তিনজনকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে। যৌথ অভিযান চলমান রয়েছে।
বান্দরবান সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান জানান, নার্স লেলসমকিম বমকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
তবে লেলসমকিম বম কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী কি না জানেন না সিভিল সার্জন।