ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ফানাম নিউজ
  ৩০ মে ২০২৪, ০৭:৩৯
আপডেট  : ৩০ মে ২০২৪, ০৭:৩৯

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫টায় লাইনচ্যুত বগিটি লাইনে তুলে ট্রেন চলাচল শুরু করা হয়।

এর আগে, এদিন বিকেল ৩টার দিকে বগুড়ার কাহালু রেলস্টেশনের পশ্চিমে সিগনাল পয়েন্টে লালমনিরহাটগামী নাইনটেন টুয়েন্টি আপ ১৯/২০ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বিকেলে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী নাইনটেন টুয়েন্টি আপ ১৯/২০ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে বগিটি লাইনে তুলে বিকেল পৌনে ৫টায় ট্রেন চলাচল শুরু করে। এতে কেউ হতাহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়