পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পত্তাসি গ্রামে জাকির হোসেন হাওলাদার (৬৫) নামে এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পত্তাসি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় খুলনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আমজেদ হোসেন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দুরকানির পত্তাসি বাজারে সুপারি রেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রেখে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ইন্দুরকানি থানায় মামলা করা হবে।
সূত্র: জাগো নিউজ
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd