ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, কৃষক লীগ নেতা কারাগারে 

ফানাম নিউজ
  ২৫ নভেম্বর ২০২১, ১২:১০

জামালপুরে ধর্ষণের শিকার এক তরুণীর সন্তান প্রসবের পর কৃষকলীগের নেতা দেলোয়ার হোসেন দুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: আরটিভি

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বকশীগঞ্জ থানা পুলিশ মেরুরচর এলাকা থেকে ধর্ষণের ঘটনায় ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই দিন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন ওই তরুণী (১৮)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আচ্চাকান্দি গ্রামের জহরুল হকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫০)।

ভুক্তভোগীর স্বজনরা জানান, পারিবারিক সম্পর্ক থাকায় ভুক্তভোগী তরুণীর বাড়িতে দুলুর যাতায়াত ছিল। এ সুযোগে বিয়ের কথা দিয়ে সম্পর্ক গড়ে তোলে দুলু। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দুলু একাধিকবার হাসপাতালে নিয়ে গর্ভপাত করানোর চেষ্টাও করেন। তবে লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বের হয়নি ওই তরুণী। মঙ্গলবার (২৩ নভেম্বর) অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কন্যাসন্তান প্রসব করেন তিনি।

এদিকে সন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ হলে থানা পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ওই রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে কৃষকলীগ নেতা দুলুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মেরুরচর এলাকা থেকে দুলুকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বুধবার (২৪ নভেম্বর) জামালপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়