ঝিনাইদহে চা দোকানিকে পিটিয়ে হত্যা

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:০৫

ঝিনাইদহের মহেশপুরে ইনামুল হক (৪১) নামের এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) মহেশপুর পৌরসভার চৌমহনি বাজারের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইনামুল উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের বাজিপোতা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়ি এসে চায়ের দোকান দিয়ে ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার চৌমহনি বাজারে নিজের চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন ইনামুল হক। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তার মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়