কাঁটাতার অতিক্রম করে ভারতীয় নীলগাই বাংলাদেশে

ফানাম নিউজ
  ০৮ জানুয়ারি ২০২২, ১০:০৭

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে গ্রামবাসীদের সহায়তায় ওই নীলগাইটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় চেয়ারম্যান হিমু সরকার বলেন, বিকালে একটি নীলগাই ভারতীয় কাঁটাতার অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। মাঠে খোলাধুলা করার সময় শিশুরা ওই নীলগাইটি দেখে চেঁচামেচি শুরু করে।

পরে গ্রামবাসী নীলগাইটিকে দেখতে পেয়ে চারপাশ ঘেরাও করে ধরে ফেলে। পরে খবর পেয়ে ইউএনওর উপস্থিতিতে নীলগাইটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, গ্রামবাসী চারদিকে ঘেরাও করে নীলগাইটিকে ধরে ফেলে। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীলগাইটি সুস্থ আছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়