দুই কেজির ‘রাজা’ ইলিশের দাম ৬ হাজার টাকা

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৮

ভোলার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৫০ গ্রাম ওজনের ‘রাজা’ ইলিশ। তবে মাছটির দাম হাঁকা হয়েছে ছয় হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার মেঘনার তুলাতুলি পয়েন্টে জেলে মো. কামরুল মাঝির জালে মাছটি ধরা পড়ে।

এদিকে  ইলিশটি দেখতে স্থানীয় জনতার ভিড় দেখা গেছে তুলাতুলি মাছঘাটে।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়ৎদার আব্দুল খালেক মেম্বার জানান, বৃহস্পতিবার বিকালে কাচিয়া ইউনিয়নের জেলে মো. কামরুল মাঝি তুলাতুলি মেঘনা নদীতে ইলিশ শিকার করেন। এ সময় তার জালে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে ওই দুই কেজি ওজনের ‘রাজা’ ইলিশটি ধরা পরে। এরপর ওই জেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছটি আমার আড়তে নিয়ে আসে। পরে আমি এটা ওপেনে ডাক বা নিলামে সাড়ে হাজার টাকায় তুলাতুলি ঘাটের মাছ বেপারী মো. কামাল উদ্দিনের কাছে বিক্রি করি।

তুলাতুলি মাছ ঘাটের মৎস্য বেপারি মো. কামাল উদ্দিন জানান, ওপেন নিলাম ডাকলে অনেক বেপারি ওই ‘রাজা’ ইলিশটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন। পরে আমি সর্বোচ্চ ডাকে সাড়ে চার টাকায় কিনে নেই।

তিনি আরও জানান, বরিশাল ও ঢাকার পাইকারি বাজারে ‘রাজা’ ইলিশের অনেক দাম পাওয়া যায়। তাই আমি এত বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। এটি আমি ৬ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

ওই ঘাটের মাছ ব্যবসায়ী ইউনুছ ব্যাপারী জানান, মাছটি ঘাটে নিয়ে আসলে খুচরা ও পাইকারি ক্রেতাসহ স্থানীয় জনতা মাছটি দেখতে ও ক্রয় করতে ভিড় জমায়।

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি বিকালেও এক কেজি ৮০০ গ্রামের আরেকটি ‘রাজা’ ইলিশ ধরা পরে। আমরা মনে করি মৎস্য বিভাগের গত অভিযানগুলো সফল হওয়ায় নদীতে বর্তমানে ‘রাজা’ ইলিশ ধরা পরছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়