শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে যশোরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন।
যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রুম্মান শহরের টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে এবং শাকিল একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মান ও তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। এর জের ধরে ৮-১০ জন শুক্রবার রাত ১১টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করেন। আহত শাকিলকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন যুবলীগ কর্মী রুম্মান। জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সূত্র: জাগো নিউজ