ইসিএস নির্বাচন ২০২৪: নতুন নেতৃত্বে আসলেন যারা

ফানাম নিউজ রিপোর্টার
  ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৯

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ও ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ইসিএস’র ২০২৫-২৬ মেয়াদের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে ইসিএস’র ইসি নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

এবারের নির্বাচনে ৯১৩ জন ভোটারের মধ্যে ৮২৯ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়। চূড়ান্ত ভোট ৮২১টি।

এবারের নির্বাচনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হয়। যার ফলে অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলি শামিম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মোহাম্মদ শহিদুজ্জামান ও এম এস ওয়ালীউল্লাহ এবং অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও শেখ মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, আজ রবিবার (২৯ ডিসেম্বর) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন।

ইসিএস’র ইসি নির্বাচনে ৮টি পদে ১৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪৯৮ ভোট পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন। সেই সঙ্গে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে। এই পদে আল্ট্রা টেকনোলজি বিডির মো. সোহেল ব্যাপাারি ভোট পেয়েছেন ৪১২ এবং সেফ কম্পিউটার্সের মো. ফিরোজ খান ভোট পেয়েছেন ৪০০। মাত্র ১২ ভোটের ব্যবধানে পরাজিত মো. ফিরোজ খান।

ইসিএস এর ২০২৫-২০২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক ইসি নির্বাচনে সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় এই তিনটি পদে নির্বাচন হয়নি। বাকি ৮টি ইসি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ল্যান্ড মার্ক কম্পিউটার্সের মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি পদে ওয়েলকিন কম্পিউটার্সের মো. নজরুল ইসলাম হাজারী এবং কোষাধ্যক্ষ পদে কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ।

সাধারণ সম্পাদক পদে জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন পেয়েছেন ৪৩৬ ভোট; মারভেলাস কম্পিউটারের মোহাম্মদ নোমান সিকদার পেয়েছেন ৩৭৩ ভোট এবং ন্যানো টেকনোলজির এ কে এম মিজানুর রহমান পলাশ পেয়েছেন ১২ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন পেয়েছেন ৪৯৮ ভোট এবং ইউনিভার্সেল কম্পিউটার বিডির মো. আনিসুর রহমান (শিপন) পেয়েছেন ৩২৬ ভোট।

আইটি সম্পাদক পদে প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন পেয়েছেন ৪৮৩ ভোট এবং জে আর এস কম্পিউটার সিস্টেমের মো. শফিক ইসলাম পেয়েছেন ৩৩৮ ভোট।

প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে বাংলা কম্পিউটারের মো. আব্দুল কাদির পেয়েছেন ৪৩৪ ভোট এবং ইসলামিয়া কম্পিউটার টেকনোলজির শাহাদাত হোসেইন রায়হান পেয়েছেন ৩৮৮ ভোট।

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি পেয়েছেন ৪১২ ভোট এবং সেফ কম্পিউটার্সের মো. ফিরোজ খান পেয়েছেন ৪০০ ভোট।

৩টি নির্বাহী সদস্য পদে মাস্টার কম্পিউটারের কবির হোসেইন পেয়েছেন ৪৫৮ ভোট; এ কে কম্পিউটারের মো. আরশাদ খান পেয়েছেন ৪৪৮ ভোট; সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির পেয়েছেন ৩৮১ ভোট; ফেমাস ভিশন লিমিটেডের মো. নুরুল আবছার পেয়েছেন ৩৩৪ ভোট; ফ্রেন্ডস ল্যাপটপ সলিউশনের মো. শিশির আহমেদ পেয়েছেন ৩০১ ভোট; হাই টেক টেকনোলজি বিডির মো. ফিরোজ আলম পেয়েছেন ২৯১ ভোট এবং এভারগ্রিন টেকনোলজির মো. আনিসুর রহমান পেয়েছেন ২১৭ ভোট।

ইসিএস ২০২৫-২৬ এর নবনির্বাচিত ইসি যারা

সভাপতি ল্যান্ড মার্ক কম্পিউটার মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি ওয়েলকিন কম্পিউটার্সের মো. নজরুল ইসলাম হাজারী; সাধারণ সম্পাদক জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন; যুগ্ম সাধারণ সম্পাদক কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন; কোষাধ্যক্ষ কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ; আইটি সম্পাদক প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক বাংলা কম্পিউটার মো. আব্দুল কাদির; সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি এবং ৩ জন নির্বাহী সদস্য মাস্টার কম্পিউটারের কবির হোসেইন; এ কে কম্পিউটারের মো. আরশাদ খান; সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়