জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
  ৩১ অক্টোবর ২০২৪, ২১:৫৩
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ২১:৫৬

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে জাপা কার্যালয়ের নিচতলার কয়েকটি রুম পুড়ে গেছে। নিচতলায় জাপার ঢাকা মহানগর কার্যালয় এবং চেয়ারম্যান ও মহাসচিবের রুম ছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট দেন। এতে তার অভিযোগ ছিল, জাতীয় পার্টির লোকজন তাদের কর্মীদের পিটিয়েছে। তাই তাদের নিশ্চিহ্নের ঘোষণা দেন তিনি। আরেকটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয়নগরের জাতীয় পার্টি কার্যালয়ের দিকে যাওয়ার ঘোষণাও দেন।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমে জানান, পার্টি অফিসের ১০০ গজ দূরে রামনা থানা। হামলার সময় পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। এর পর সেনা ক্যাম্পে গিয়ে সেনা সদস্যদের মৌখিকভাবে জানালেও প্রথমে তারা ঘটনাস্থলে আসেনি। পরে রাত সাড়ে আটটার দিকে সেনা সদস্যদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশেরও একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়